জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল বাছেদ (৮৫) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

ঘটনাটি শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের দামু শাহপাড়ায় ঘটে। নিহত আব্দুল বাছেদ ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি মৃত. খেসরু মোহাম্মদের পুত্র।

স্থানীয়রা জানান, অতিরিক্ত গরমের কারনে তিনি পুকুরে গোসল করতে যান। এবং পানিতে ডুবে যান। তিনি সাঁতার জানা সত্বেও বয়েসের ভারে নিজেকে রক্ষা করতে পারেনি। পরে প্রতিবেশিরা পানিতে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার করেন। খানসামা থানার ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।