কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন(১২ ) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ দুর্ঘটনায় দগ্ধ ছয় জনই মারা গেলো।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মারা যায়।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া শাহাদতের বন্ধু নাজমুল হাসান সাকিব ওইদিন জানান, দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন বলে চিৎকার শুনে এলাকার লোকজন ওই বাসায় ছুটে যান। সেখানে ওই ছয় জনকে তারা দগ্ধ অবস্থায় পান। পরে সবাইকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

সাকিব জানান, দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছেন, ভোরে বৃদ্ধা বেগম রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাইতে গেলে পুরো ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে সবাই দগ্ধ হন।

এর আগে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।