টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা মাসুদ রানা (২৮) ও ভাগ্নে শাকিব (২০) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজার জনতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে জনতা।
নিহত মাসুদ রানা পার্টসের ব্যবসায়ী এবং উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে। ভাগ্নে শাকিল আহমেদ একই গ্রামের আবদুস সালামের ছেলে। স্থানীয় গজারিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে মামা-ভাগ্নে ভালুকা উপজেলার বাটাজোড় যাওয়ার পথে সখীপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরমাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে একই সঙ্গে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।