শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় কয়লা ভর্তি ট্রাক চাপায় ফিরোজ আহমেদ নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলাইপুর ব্রীজ এলাকায় এঘটনা ঘটে।
নিহত ফিরোজ আহমেদ যশোর ঝিকরগাছা এলাকায় শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে; তিনি আরআরএফ এনজি’র রূপসার কাজদিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়লা ভর্তি ট্রাক খুলনা থেকে রূপসায় যাবার পথে আলাইপুর ব্রীজ পার হয়ে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায় যাচ্ছিল।
পথিমধ্যে এনজিও কর্মকর্তা ট্রাকের পাশ দিয়ে সামনে যাবার সময় ট্রাকের পিছনে মোটরসাইকেলের হেন্ডেল বেঁধে এ ঘটনা ঘটে।
পরে ট্রাকের চাকার নিচে পিষ্ঠে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘাতক ট্রাকটি (খুলনা মেট্রো ট ১১-০৪২৩) কে আটক করেছে পুলিশ।
গত ১০ এপ্রিল ফিরোজ আহমেদ যোগদান করেন বলে কাজদিয়া শাখা ম্যানেজার আব্দুল ওহাব জানান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।