তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারের গনেশ সাহার নব নির্মিত বিল্ডিং সেফটি ট্যাংকের ভিতর পড়ে ওই বিল্ডিং এর মিস্ত্রি বিল্লাল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বিল্লাল শেখ ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
বোয়ালমারী থানার ওসি আব্দুল ওহাব জানান, উপজেলার সাতৈর বাজারে গণেশ সাহার নতুন বিল্ডিং এর সেফটি ট্যাঙ্কের ভিতর কাজ করতে গিয়ে রাজমিস্ত্রি বিল্লাল শেখ পড়ে যাই। এরপর তার সহযোগী ইসরাফিল তাকে উদ্ধার করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে যান।
পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বিল্লাল শেখের লাশ উদ্ধার করে। তিনি বলেন লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।