নতুন জামা পরে মামা বাড়ি যাওয়ার জন্য মা ও মামার সঙ্গে সকাল সাড়ে ৯টায় রওনা হয় কাওছার ও সাদিয়া।
সকাল সোয়া ১০টায় নাটোর হরিশপুর বাস টার্মিনাল থেকে সিয়াম পরিবহনে উঠে তারা। এক বছর পর মামা বাড়িতে যাওয়ার আনন্দে মেতে ছিল দুই ভাই-বোন। দ্রুত গতিতে ছুটছিল তাদের বাস।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের কাছে বাসটি পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনায় মা হেলেনার চোখের সামনে মৃত্যুর কোলে ঢেলে পড়ে কাওছার ও সাদিয়া। এ সময় হেলেনা ও মামা আব্দুল জলিলও আহত হন।
শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। জানাযা শেষে বিকেল সাড়ে ৫টায় তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার পাইকোরদৌল গ্রামের শাহজাহান আলীর ছেলে একাদশ শ্রেণির শিক্ষার্থী কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১২)। সাদিয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী আব্দুল রহিম বলেন, ‘সকালে মায়ের সঙ্গে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। এক ঘণ্টা পরই খবর আসে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। তাদের পরিবারে সান্তনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই।’
নিহতদের মামা আব্দুল জলিল বলেন, ‘চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না। আমার বোন হেলেনা তাদের ছেলে ও মেয়েকে হারিয়ে নির্বাক।’ এসব কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য, শনিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙা এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিয়াম পরিবহন ছিটকে গিয়ে গাজী অটোরাইস মিলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ন্যাশনাল পরিবহনের বাসটিও মহাসড়কের পাশের গাছে ধাক্কা খায়।
এ ঘটনায় ন্যাশনাল পরিবহনের পাঁচ যাত্রী ও সিয়াম পরিবহনের দুজন যাত্রী মারা যান। উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রীদের গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।