মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরে নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে মো. ইয়াসিন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২৩ ডিসেম্বর শুক্রবার ভোরে শহরের নওহাটা এলাকায় ওই ঘটনা ঘটে। ইয়াসিন ওই এলাকার মো. টিক্কার ছেলে। সে এবার শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুল থেকে এসএসসি পাস করেছিল।
পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইয়াসিন নিজ বসতঘরে ঘুমিয়ে পড়ে। পরে শুক্রবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে ঘরের ফ্যানের সাথে ইয়াসিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তার নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে ঘটনা¯’ল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রেমঘটিত বিষয়ে মনোমালিন্যের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।