তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ঈদুল আযহা‘র দিন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পারভেজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে। পেশায় তিনি পিকআপের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বেলা সাড়ে ১০টার দিকে পারভেজ শেখ অন্য এক যুবককে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে ছুটছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর মুজুরদিয়া বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এ ঘটনায় মারাত্মক আহত মোটরসাইকেল চালক পারভেজ ও আরোহী নাওড়াকান্দি গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল নেওয়ার প্রস্তুতিকালে পারভেজের মৃত্যু হয়। মোটরসাইকেলের আরোহী শহিদুল ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
 রবিবার বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক সুব্রত কুমার রায় জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করার পর মারা গেছে। লাশের মৃত্যু সনদের জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকা ও বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে কিছুক্ষণের মধ্যেই হস্তান্তর করা হবে।