টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে শুক্রবার (৮ জুলাই) ভোরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জামুর্কীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহ দুজন এবং সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জামুর্কীতে নিহতরা হচ্ছেন- নাটোর জেলার হাফিজুর রহমান(৩৬) ও আরিফুল ইসলাম(৩৫)। সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার এসআই মো. বিল্লাল জানান, হাফিজুর ও আরিফুল মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন। জামুর্কী এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় একজন ঘটনাস্থলে এবং অপরজন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এ সময় টোলপ্লাজায় এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।