কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে মমতাজ বেগম (৬১) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সব হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ইনানী বিচ থেকে কক্সবাজার শহরের দিকে যাওয়ার পথে জিপ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে আরেকটি জিপের ধাক্কা লেগে উল্টে যায়।
এতে গাড়ির নিচে চাপা পড়ে আহত হন মমতাজ বেগম। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।