হাজীগঞ্জে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া গ্রামে ইদ্রিস বেপারি বাড়ির প্রবাসী জাহাঙ্গীরের বসত ঘরে।
এতে করে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শিং জানান, ভোর রাতে ঘরের মানুষ আগুন লাগার বিষযটি বুঝতে পারে। পরে ডাক-চিৎকারে আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে রাস্তা সরু হওয়ার কারণে বাড়িতে ঢুকতে পারেনি। পরে ভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রবাসী জাহাঙ্গীরের ছেলে রিপন জানান, তাদের তিনটি ঘর সম্পন্ন পুড়ে গেছে। নগদ টাকা স্বর্ণালংকার, খাট, আলমিরা ও জরুরি কাগজপত্রসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নিব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।