শুভ চন্দ্র শীল: কার্তিক চন্দ্র রায়। বয়স ২৭ বছর। জন্ম থেকেই দুই পা পঙ্গু । স্বাভাবিক ভাবে চলা ফেরা করতে পারেন না। তারপরও রাজনীতি করেন। খবর রাখেন দেশ বিদেশের। যোগ দেন রাজনৈতিক নানা কর্মসূচীতে। গত রবিবার সকালে প্রচন্ড শীত উপেক্ষা করে সিপিবি পীরগন্জ উপজেলা সম্মেলনে স্বপরিবারে এসেছিলেন তিনি। সুস্থ্য-স্বাভাবিক মানুষের মত অংশ নেন সম্মেলনের বিভিন্ন পর্বে। পার্টির প্রতি অকৃত্রিম ভালবাসা আর আদর্শে উজ্জিবিত হয়ে লড়াই করে যাচ্ছেন। স্বপ্ন দেখেন সমাজ পরিবর্তনের।

কার্তিকের বাড়ি ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে। পিতা-মাতা সহ পরিবারের সবাই বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাথে জড়িত। রবিবার পার্টির উপজেলা সম্মেলনে কথা হয় কার্তিক ও তার পরিবারের সদস্যদের সাথে। তারা জানান, তিন ভাইয়ের মধ্যে কার্তিক ২য়। অপর দুই ভাই সুস্থ স্বাভাবিক হলেও জন্ম থেকেই দুই পা পঙ্গু কার্তিকের। পড়াশুনা করতে পরেননি বেশি দুর। অভাবের সংসারে নানা অবহেলা আর অনাদরে প্রাথমিক শিক্ষার গন্ডি পেরোতে পানেননি। কার্তিক ছোট বেলা থেকেই বাবার সাথে অংশ নিতেন কমিউনিষ্ট পার্টির বিভিন্ন সভা সমাবেশে। বক্তব্য শুনতেন দলের বড় বড় নেতাদের। নেতাদের বক্তব্য শুনে অনুপ্রানিত হন রাজনীতিতে। সেই থেকেই কমিউনিষ্ট পার্টির সাথে পথ চলা।

পার্টির একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। সংগঠিত করছেন এলাকার গরীব বঞ্চিতদের। এলাকার খাস জমি ভুমিহীনদের মাঝে বন্দোবস্ত সহ বিভিন্ন অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। নিজস্ব জমি না থাকায় কলিযুগে নির্মতি প্রধান মন্ত্রী আশ্রায়ন প্রকল্পের একটি ঘড়ও পেয়েছেন। এরই মধ্যে সংসার জীবনে স্বাক্ষী নামে এক কন্যা সন্তানের জনক হয়েছেন তিনি।

কন্যার বয়স ৩ বছর। জমি জমা না থাকায় জাবরহাট বাজারে ইলেকট্রনিক্রের দোকান করে সংসার চালান। টিভি দেখে, পত্র-পত্রিকা পড়ে এবং ফেসবুকের মাধ্যমে খবর রাখেন দেশে বিদেশের। নিয়মিত যোগাযোগ রাখেন পার্টির নেতাদের সাথে। দলের সব কর্মসূচীতেই অংশ নেন। তিনি বলেন, তাদের মত গবীরদের কতই না কষ্ট করতে হচ্ছে। আর ধনীরা আরো ধনী হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। কার্তিকের স্ত্রী কল্পনা বলেন, স্বামীকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন তিনি। বিয়ের পর থেকে পার্টির যে কোন সাথে যান তিনি। এতে তার ভালই লাগে।

প্রতিবন্ধী রাজনীতিক কার্তিক প্রসঙ্গে উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, কার্তিক একজন দায়িত্ব শীল কর্মী। তারা পারিবারিক ভাবে কমিউনিষ্ট পার্টির সাথে জড়িত। পঙ্গু হলেও অন্যন্যদের মত রজনৈতিক সব কর্মসূচীতে অংশ নেন কার্তিক।