রোকন মিয়া স্টাফ রিপোর্টার উলিপুর:চিলমারীতে গোপন সংবাদের ভিত্তিতে  কুড়িগ্রাম জেলার  চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায়
গত ০৭/১০/২০২১ ইং তারিখ বিকালে এস আই আতিকুর রহমান এএসআই জিল্লুর রহমান সহ একটি টিম  চিলমারী রমনা সোনারী পাড়া রমনা ঘাট হতে ১০০ গজ দক্ষিনে নৌকায় ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন চিলমারী মডেল থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন চিলমারী সরকার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরকারের ছেলে মোহাম্মদ তানভীর রহমান (২৮) ও দক্ষিণ খরখরিয়া (ঝাকুয়া পাড়া)গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মো:জাহিদুল ইসলাম।দুজনকে গ্রেফতার করে।
চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ  বলেন   মাদক মামলা রুজু করা হয়। পরে  আসামীদের বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।