টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ মার্চ) ভোর সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কাগুজীপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উপজেলার কোকডহরা ইউনিয়নের আগবানিয়ারা গ্রামের শাহাদত হোসেনের ছেলে রাহাত (১৪)। সে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

পরিবার সূত্রে জানা যায়, রাহাতকে গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাহাতের সারা রাত সব জায়গায় খুঁজাখুঁজি অব্যাহত রাখে। এক পর্যায়ে বুধবার ভোরে উপজেলার কাগুজীপাড়া চকের মধ্যে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান।

কে বা কারা রাহাতকে চকের মধ্যে গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে জানাবেন বলে তিনি জানান।

 

 

কলমকথা/ বিথী