জামালপুরের মেলান্দহে গৃহবধূ সুরাইয়া বেগম (৫৫)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ আজিজুল হকের স্ত্রী।
ঘটনাটি ঘটেছে, ৮ ফেব্রুয়ারি ভোরে ঝাউগড়া ইউনিয়নের টগারচর মধ্যে পাড়া গ্রামে। খবর পেয়ে পুলিশ গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার শেষে জামালপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, বুধবার ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে যান নিহত সুরাইয়া বেগম। এরপর থেকে পাওয়া যায়নি। নিহতের স্বামী আজিজুল হক মসজিদে ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান।
ঘটনাস্থল থেকে রক্তমাখা কাস্তে পাওয়া গেছে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃংখলা রক্ষাবাহিনির উর্ধ্বতন কর্মকতারাও পরিদর্শন করেন।
এ ঘটনাটি পুলিশের পাশাপাশি ( rab) ও ছায়া তদন্ত করছে। ঘটনা উদঘাটনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য rab এবং পুলিশ পৃথকভাবে চারজনকে হেফাজতে নিয়েছে। #
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।