অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
বৃহষ্পতিবার (৭ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ডিসি মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা অনলাইনে বিভিন্ন অ্যাপস খুলে সুদের ব্যবসা করে আসছিলেন। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন-এমন সুনির্দিষ্ট তথ্য, প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।