প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলামসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় এক গ্রাহকের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’ র্যাব জানায়, ২৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন আউচপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শামীম খান। তিনি পোশাক কারখানার পার্টস ব্যবসায়ী।
মামলার আসামিরা হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীমউদ্দীন চিশতী, চেয়ারম্যান এম আলী ওরফে মোজতবা আলী, সিওও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেববত দে, নাজিউদ্দিন আসিফ, এজিএম হেড অব অ্যাকাউন্টস সফোয়ান আহমেদ। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি ই-কমার্সের নামে গ্রাহকের বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।