অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। শনিবার (১৫অক্টোবর) ভোর ৫ টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।

আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের মেসার্স আব্দুল্লাহ মোটরস এর পরিচালক মোঃ কামরুল ইসলামের জৈষ্ঠ পুত্র আব্দুল্লাহ আল মামুন(২৭), যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের শুকদেব মন্ডলের ছেলে শোভন মন্ডল (২৬) ও খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার মোঃ দিদারুল ইসলাম শেখ এর মেয়ে নুসরাত জাহান লাবনী (২২)।

জানা গেছে, শনিবার ভোর রাতে উপজেলার গুটুদিয়া ফুটবল মাঠের পাশে খুলনা নগরীর বয়রা এলাকার নুসরাত জাহান লাবনী(২২) নামে এক নারীকে নিয়ে ঢাকা মেট্রো-ও ০০-০৬৩৯ নাম্বারের একটি প্রাইভেটকারের মধ্যে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়।

বিষয়টি স্থানীয় গুটুদিয়া বাজারের পাহারাদারদের দৃষ্টি গোচর হলে তারা প্রাইভেটকারটি আটকিয়ে থানা পুলিশকে খবর দেয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মামুন ও তার সহযোগী এবং ওই নারীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।