ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো— ফরিদপুর শহরতলীর মামুদপুর এলাকার গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।

শনিবার (১২ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে ফরিদপুর কোতয়ালী থানার মামুদপুরে গোলাম মোস্তফার বাড়ি অভিযান চালায়। অভিযানকালে একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুটি স্টিলের ছোরা, দুটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়। এসময় গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানাকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তফা স্বীকার করেন, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া (২৯) মিলে মাদকের ব্যবসা করেন। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। রিপন মিয়ার বাড়িতে থাকা মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি রাকিবুল আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।