মিরু হাসান বাপ্পী, ‌বগুড়া জেলা প্রতিনিধি:  ‌২৩ জানুয়ারি ২০২২ খ্রিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি করার সময় ৫০গ্রাম গাঁজাসহ এনামুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর উত্তরপাড়া গ্রামের সরকার ভিটার উপর থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এনামুল হক ওই গ্রামের কোরবান আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মাদক মামলা হয়েছে।পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের চাটখইর উত্তরপাড়া গ্রামের সরকার ভিটার উপর মাদক বেচা-কেনা করা হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় ৫০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী এনামুল হককে গ্রেফতার করা হয়।রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কলমকথা/বি সুলতানা