আফগানিস্তানের নানগরহার প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ১২ জন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার জুমার নামাজের সময় স্পিন ঘর এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘স্পিন ঘর জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমি নিশ্চিত করছি।’ আতাল শিনওয়ারি নামের স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মসজিদের ভেতরে বিস্ফোরকটি রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।