বান্দরবানের থানচি উপজেলায় যৌথ অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম আফিমসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ও বিজিবি। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে থানচি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাইং প্রো ম্রো (২৩) ও দংওয়াই ম্রো (২৪)।

র‌্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, থানচি বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে বলে খবর আসে র‌্যাবের কাছে। পরে চট্টগ্রাম র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে কাইং প্রো ম্রো ও দংওয়াই ম্রোকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১ কেজি ৮০০ গ্রাম আফিম। জব্দকৃত এই মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, যৌথ অভিযানে আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে বলে শুনেছি। আটককৃতদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।

 

কলমকথা/ বিথী