বান্দরবানের থানচি উপজেলায় যৌথ অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম আফিমসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব ও বিজিবি। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে থানচি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কাইং প্রো ম্রো (২৩) ও দংওয়াই ম্রো (২৪)।
র্যাব ও বিজিবি সূত্রে জানা গেছে, থানচি বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে বলে খবর আসে র্যাবের কাছে। পরে চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে কাইং প্রো ম্রো ও দংওয়াই ম্রোকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১ কেজি ৮০০ গ্রাম আফিম। জব্দকৃত এই মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি টাকা।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, যৌথ অভিযানে আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে বলে শুনেছি। আটককৃতদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।