ইউপি সদস্যের জিম্মাদার না মানায় দোকানের জিনিসপত্র ভাঙচুর,মারধর ও লুটপাটের অভিযোগ:-

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৬ নং কাশিপুর মহারাজা মমিরুদ্দীন সুপার মার্কেটে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আইনুলের জিম্মাদার না মানায় তার ছেলে কতৃক মারধর ও দোকানের জিনিসপত্র ভাঙচুরের ও লুটপাটের অভিযোগ উঠেছে। থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার প্রত্যক্ষদর্শী তরিকুল, নুরজামাল ও খাইরুল জানান হালিম ও রবির মধ্যে দোকান বাকীর লেনদেন ছিল। রবি দীর্ঘদিন টাকা পরিশোধ না করায় হালিম ও রবির মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে হালিম রবির বাই সাইকেল রেখে দেয়। সেই ঘটনায় রবি আইনুল মেম্বার কে জিম্মাদার করে কিছু টাকা দিতে চাইলে আর বাকি টাকা পরে দিবে বলে। হালিম টাকা না পাওয়া পর্যন্ত সাইকেল দিবে না বলে দেয় ৷ এ ঘটনায় আইনুল মেম্বার ক্ষিপ্ত হয়ে যায় । মাঝখানে যদিও হালিম ও রবির মধ্যে লেনদেনের বিষয়টি সমাধান হয়ে যায়। অপরদিকে ইউপি সদস্যের ছেলে আফাজ (২৮) তার বাবার কথা না রাখায়। হালিম তার চাচাতো ভাই উজ্জ্বলের দোকানে চা খেতে বসলে ইউপি সদস্যের ছেলে আফাজ উক্ত ঘটনা কে কেন্দ্র করে তার দলবল- দেলোয়ার (৪২), তাহের (৪৫) ও ফারুক (৩৫) সহ উজ্জ্বলের দোকানে বসে থাকা হালিমের সাথে ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে হাতাহাতি হলে হালিমের চাচাতো ভাই উজ্জ্বল বাঁধা দিতে যায় ৷এ সময় আফাজ ও তার দলবল হালিম ও উজ্জ্বল কে মারধর ও দোকানে থাকা জিনিসপত্র ভাংচুর এবং লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় হালিম বাদী হয়ে ৭ মার্চ রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে হালিম বলেন, আইনুল মেম্বারের জিম্মাদার না মানায় তার ছেলে দলবল নিয়ে আমাকে মারধর করলে আমার চাচাতো ভাই উজ্জ্বল বাঁধা দেয়।

তখন আমার চাচাতো ভাই উজ্জ্বলকেউ মারধর করে সেই সাথে তার দোকানে থাকা জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। আমি প্রশাসনের নিকট এ ঘটনায় জড়িত সকলের উপযুক্ত শাস্তির দাবি করছি। ৬ নং কাশিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুঠোফোনে জানান , বিষয়টি আমি মানুষের মুখে শুনেছি আমার কাছে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। ইউপি সদস্য আইনুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে , আমাদের প্রতিনিধি দোকানের জিনিসপত্র ভাঙচুর,মারধর ও লুটপাটের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এই বিষয়ে থানায় খবর নেন ৷ এ বিষয়ে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা এজহার দিলে আমরা মামলা রেকর্ড করে দিব।