মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টয়লেটে ওড়না পেঁচিয়ে হাদিসা আক্তার পপি (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। হাদিসা আক্তার পপি উপজেলার মরিচা চর নামা পাড়া গ্রামের তপর আলীর মেয়ে।
রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেরার মরিচা চর নামা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পপির সাথে একই এলাকার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোনায়েম নামে একজনের সাথে সম্পর্ক ছিল। এখন বিয়ে করতে না চাইলে এই ঘটনা ঘটতে পারে বলে জানা যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।