মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে পাচারের সময় ৪৮ বস্তা চাল জব্দ করা হয়। সোমবার রাতে উপজেলার সোহাগি ইউনিয়ন পরিষদ থেকে বস্তা পরিবর্তন কালে এ চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিডি কর্মসূচির চাল বিতরণ করার কথা। কিন্তু সব চাল বিতরণ না করে কালোবাজারির কাছে ৮৪ বস্তা চাল বিক্রি করে দেয়ার প্রস্তুতি চলছিলো। সোমবার সোহাগি ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হকসহ কয়েকজন মিলে সরকারি বস্তা পরিবর্তন করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। তাত্ক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম ঘটনাস্থলে উপস্থিত হন, তাদের উপস্থিতি টের পেয়ে সোহাগি ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হক পালিয়ে যান। এ বিষয়ে সোহাগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, সোহাগি ইউনিয়ন পরিষদ সদস্য ফজলুল হক উপকার ভোগীদের কাছ থেকে চাল কিনে ব্যবসায়ীর কাছে বিক্রি করার সময় চাল জব্দ করা হয়। বিষয়টির সত্যতা যাচাই করে ইউপি সদস্য ফজলুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল বলেন, সোহাগি ইউনিয়ন পরিষদে চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।