রোকন মিয়া,স্টাফ রিপোর্টার উলিপুর কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে থেতরাই তিস্তা নদীর বাঁধে উলিপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৮০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত মটর বাইক, মাদক বিক্রীর নগদ টাকা সহ দুইজন মাদকব্যাবসায়ী কে আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী এস আই হারিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এস আই হারিছুর রহমানের নেতৃত্বে এস আই মশিউর রহমান ১, মশিউর রহমান ২, এএসআই সোহাগ পারভেজ, এএসআই আবুল হাসেম, এএসআই লুলু মিয়া, কনস্টেবল মোঃ আতাউর মিয়া, কনস্টেবল মোঃ নাজমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীরের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা বাঁধের চেয়ারম্যান পাড়া এলাকার তিস্তাঘাট গামী রাস্তার উপড় থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন দুই যুবক মটর বাইকে ঘুরাফিরা করছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা কালে বাঁধের উচু ব্রীজের উপড় আটক হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে প্যান্ট ও শার্টের পকেটে এবং মটর বাইকের পেট্রোল ট্যাংকির ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উপস্থিত সকলের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীদ্বয় মোঃ নুরু মিয়া ও মোঃ মমিন মিয়া সহ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে এসে তিস্তা নদীর এপাড় ও ওপাড়ে বিক্রী করে।।
গাঁজাসহ আটক আসামীরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাড় এলাকার মৃত আবেদ আলীর পুত্র মোঃ মাঈদুল ইসলাম (৩০) হলোখানা ইউনিয়নের চর আড়ারি পলাশবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র মোঃ সেলিম মিয়া (২২)।
উলিপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহযোগি পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।আজ সোমবার আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।