মোঃ ফারুক হোসেন, চট্টগ্রাম ব্যুরোঃ আবারও সন্তু লারমার সন্ত্রাসী সংগঠন জেএসএস এর সন্ত্রাসী বাহিনী কর্তৃক একজন নিরীহ নওমুসলিমকে গুলি করে হত্যা। গত ১৮ জুন ২০২১ ইং তারিখে
বান্দরবানের রোয়াংছড়ি তুলাছড়ি পাড়ায় নিরীহ নওমুসলিম মোঃ ওমর ফারুক (৪৮)কে গুলি করে হত্যা করে সন্তু লারমার সন্ত্রাসী বাহিনী জেএসএস। ওমর ফারুক এশার আযান দিয়ে মসজিদ হতে বাহিরে আসলে সন্তুু লার্মার সসস্ত্র সন্ত্রাসী দল তাকে বুকে ও মাথায় গুলি করে হত্যা করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, (জেএসএস) সন্তু লার্মার অন্যতম সহযোগী রোয়াংছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ক্যাবামং, অপু চাকমা, নুচোমং মারমা সহ গত কয়েক দিন যাবৎ তাকে প্রানে মারার হুমকি দিয়ে আসছিলো বলে জানান নিহতের পরিবার।
এতে করে এলাকার জনমনে আতংক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান। তাদের উক্তি আর কত নিরীহ মানুষকে হত্যা করলে রক্ত পিপাসু হায়েনা সন্তু বাহীনির এই সব হত্যা করা বন্ধ হবে ? আমরা সাধারন মানুষ হিসেবে এই হত্যাকান্ডের সঠিক বিচার চায় স্থানীয় পাহাড়ি বাঙ্গালী জনসাধারণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।