পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে হানিফ হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মহিপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী নারী হানিফ হাওলাদারের বিরুদ্ধে উপজেলার মহিপুর থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মহিপুরের হানিফ হাওলাদারের আবাসিক হোটেল সোহান-এ কাজ শুরু করেন ওই নারী। ৬ ফেব্রুয়ারি দুপুরে হানিফ হাওলাদার ওই নারীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। বিষয়টি জানজানি হলে সোমবার রাত ৯টার দিকে তিনি থানায় মামলা করেন।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমার দুটি সন্তান রয়েছে। পেটের দায়ে ওই হোটেলে কাজ নিয়েছিলাম। হানিফ হাওলাদার আমাকে ধর্ষণ করেছেন। ’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ওই নারী মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।