মোঃ মামুন মোল্যা, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের জামিল শেখ ওরফে (জামরুল)
এর বিরুদ্ধে রাস্তার পাশে সরকারী গাছ কাঁটার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪মে) ভোর রাতে এ
গাছ কাঁটার ঘটনা ঘটে। জামিল শেখ ওই গ্রামের নুরু শেখের ছেলে।
¯’ানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোর রাতে জামিল শেখ ও তার সহযোগীরা তড়িঘড়ি করে চাপাইল টু সাচিয়াদাহ সড়কের একটি সরকারী মেহগনি গাছ দ্রæত কেঁটে ভ্যানে করে নিয়ে সটকে পড়ে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ব্যাপারে অভিযুক্ত জামিল শেখকে তার ব্যবহৃত মুঠোফোনে (০১৭৫৯-৪৭১৯১২) নম্বরে ফোন দিলে বলেন, আমি আমার রেকর্ডীয় জমি থেকে গাছ কেঁটেছি। আমি কোনো সরকারী গাছ কর্তন
করিনি।
এ ব্যাপারে পহরডাঙ্গা ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদ মোল্যা জানান, আমি রবিবার
অফিসে গিয়ে সরেজমিনে দেখবো। যদি সরকারী সড়কের গাছ হয় ,তাহলে আইনগত ব্যাব¯’া গ্রহন
করা হবে।