মৌলভীবাজারের কুলাউড়ায় জাল টাকাসহ কামরুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরা আবাসিক এলাকার একটি বাড়িতে আভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ৫টি ও ৫শ টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। সে কামরুল ইসলাম জুড়ি থানার দক্ষিণ সাগরনাল গ্রামের আব্দুল মনাফের ছেলে।
পুলিশ জানায়, কামরুল ইসলাম ও তার সহযোগী রাসেল মিয়া জাল নোটকে আসল নোট হিসাবে থানা এলাকার বাজারে মানুষের কাছে কৌশলে বিলি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় বলেন, কামরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ জাল টাকা কারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।