দুর্নীতি ও আয়বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রাখার অভিযোগে জেলার কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সরকারী পরিচালক নীলকমল পাল বাদী হয়ে গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।

কুষ্টিয়া জেলা দুদকের উপ-সরকারী পরিচালক ও মামলার বাদী নীলকমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭ (১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সরকারি কর্মচারি হয়ে অপরাধমূলক অসদাচরণের

মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৩ লাখ ৯৫ হাজার ৩৬২ টাকা অর্জন ও দখলে রেখেছে। যা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সালের ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ হিসেবে গণ্য। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।