মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিকৃত মানসিকতার বিবাহিত যুবকের ঘুমের ঔষধ খাইয়ে বলাৎকার করে ৫ম শ্রেণীর এক ছাত্রকে। পরে সে অসুস্থ্য হয়ে পড়ে। থানায় মামলা করার পরে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত মিনহাজুল ইসলাম মীরা (৩৫) নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সে গত ২৩ জুলাই প্রতিবেশি পূর্ব সুখাতী গীরাই পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ওই ছাত্রকে (১১) কে রাতে ফাকা বাড়িতে তার সাথে থাকার জন্য ডেকে নেয়। সরল বিশ্বাসে সেখানে ঘুমাতে গেলে মিনহাজুল ইসলাম কৌশলে তাকে ঘুমের ঔষধ খাইয়ে দেয়। পরে রাত ৯টার দিকে ঘুমন্ত শিশুটির সাথে যৌনতা চালায়। ব্যাথায় জেগে ওঠে চিৎকার করে দৌড়ে নিজ বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে শিশুটি। পরিবারের লোকজন অসুস্থ্য অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে এনিয়ে এলাকায় দফায় দফায় বৈঠক বসে। পালিয়ে যায় অভিযুক্ত মিনহাজুল ইসলাম মীরা। এ ঘটনায় ওই শিশুটির বাবা বাদী হয়ে (৩ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় নাগেশ্বরী থানায় একটি মামলা করেন। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান জানান, অভিযুক্ত মিনহাজুল ইসলাম মীরাকে গভীর রাতে খামার হাসনাবাদ এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়। বুধবার (৪ আগস্ট) তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।