বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের ডাচ্–বাংলা ব্যাংকের পাশের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা।
তিনি বলেন, বুয়েট ক্যাম্পাসের ডাচ্–বাংলা ব্যাংকের বুথের পাশের ডাস্টবিনে কাপড়ে মোড়ানো নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তা বের করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।