দিনাজপুরের খানসামায় সাথী আক্তার (১৩) নামে এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
২৪ জানুয়ারী (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ৭ নং ওয়ার্ডের (মশিয়ার শাহ্) পাড়ায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী সাথী আক্তার (১৩) উপজেলার ছাতিয়ানগড় গ্রামের আলম ইসলামের দ্বিতীয় মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাবা-মা ও এক বোন ও এক ভাই নিয়েই সাথীদের মসংসার, সংসারে তাদের কোন সমস্যা ছিল না। ঘটনার দিন সকাল ৬ ঘটিকার দিকে তার মা রোজিনা জীবিকা নির্বাহের জন্য নীলফামারীর উত্তরা ইপিজেড চাকুরীতে যায়; এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী দোলায় পুকুরে মাছ মারার জন্য চলে যায় বাড়িতে একাই থাকে সাথী; কিন্তু সকাল আনুমানিক ১১ টার দিকে শেখান হতে তার বড় বোন,দাদী ফিরে এসে দরজা খুলতেই তার মৃত দেহ পরে থাকতে দেখে এবং উপরে উড়না ঝুলে থাকতে দেখে। পরে তার পরিবার স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামায় এবং ইউপি চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে খানসামা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই বিস্তারিত জানা যাবে আসলে এটি আত্মহত্যা ছিল নাকি হত্যা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।