শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর ছোট বয়রা এলাকা থেকে পর্ণ ভিডিও সংরক্ষণ ও সরবরাহের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গোলাম মোস্তফা প্লাজার জুয়েল টেলিকম থেকে ওই যুককে আটক করা হয়।
আটক যুবকের নাম মোঃ জুয়েল হোসেন (২৭) সে নগরীর ছোট বয়রার আঃ জলিল গাজীর ছেলে ও জুয়েল টেলিকমের সত্ত্বাধিকারী । র্যাব সূত্র জানায়, সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা সাকিনস্থ গোলাম মোস্তফা প্লাজা-২ নামক মার্কেটে কয়েকজন কম্পিউটার ব্যবসায়ী বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্ণ ভিডিও সরবরাহ করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ছোট বয়রা গোলাম মোস্তফা প্লাজা-২ নামক মার্কেটের নিচ তলায় জুয়েল টেলিকমে অভিযান পরিচালনা করে।
এসময় পর্ণ ভিডিও সংরক্ষণ ও সরবরাহের অপরাধে জুয়েল টেলিকমের সত্ত্বাধিকারী মোঃ জুয়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সংরক্ষিত পর্ণ ভিডিও এবং কম্পিউটার যন্ত্রাংশ জব্দ করে র্যাব। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।