অয়ন সরকার ডুমুরিয়া, খুলনা: মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে শুক্রবার (২৩ জুলাই) থেকে সরকার ঘোষিত কঠোরতম বিধি-নিষেধ বাস্তবায়নে প্রথমদিনে খুলনা জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা মহানগরীতে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দিনভর পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৩১জনকে ৩১টি মামলায় ১৭ হাজার ২৫০ জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে সেনা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।