মো:শামসুর রহমান হৃদয়,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে সালিশী বৈঠক চলাকালীন সময়ে সালিশের সিদ্ধান্ত অমান্য করে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ খামার পীরগাছা গ্রামে মকবুল হোসেন খয়বার পুত্র আউয়াল মিয়াকে গ্রেপ্তার করেছে ।
গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের মৃত নয়া মিয়ার পুত্র ইদ্রিস আলীর সাথে প্রতিপক্ষ মৃত মতিয়ার মন্ডল এর পুত্র মুকুল মন্ডলের জমিজমা নিয়ে বিরোধের প্রেক্ষিতে চারজন ইউপি সদস্যের উপস্থিতিতে গত ১৪ জুন সকালে সালিশ বসে।
সালিশ চলাকালে প্রতিপক্ষ মুকুল মন্ডল গংরা সালিশের সিধান্ত অমান্য করে সন্ত্রাসী কায়দায় ইদ্রিস আলীর বাড়িঘর ভাংচুর করে প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।