গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাজুখান গ্রামে প্রতিবেশী হত্যার প্রধান আসামি সেলিম হোসেনকে (৪১) ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেলিম হোসেন কালিয়াকৈরে উপজেলার মাজুখান গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি মাজুখান গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে একজন খুন হয়। পরে ফারুক হোসেন নামে একজন বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাবের সদস্যরা হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি সেলিম হোসেনকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর থেকে গ্রেপ্তার করা হয়।
এএসএম মাঈদুল ইসলাম জানান, আসামিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।