গাজীপুর মহানগরীর কুনিয়া পশ্চিমপাড়া এলাকায় একটি মার্কেটে র্যাব পরিচয়ে নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট ডাকাতি করেছে একটি চক্র। গত সোমবার মধ্য রাতে মার্কেটের সিকিউরিটি গার্ডকে জিম্মি করে অজ্ঞাত ৮-১০ জন লোক নিজেদের র্যাব পরিচয় দিয়ে দোকানের তালা ভেঙে প্রবেশ করে।
পরে এই ঘটনা কেন্দ্র করে আকতার হোসেন নামের ওই ব্যবসায়ী বাদী হয়ে গাছা থানায় একটি ডাকাতির অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. হেমায়েত হোসেন ইমন ওরফে হিমু, শহীদ হাওলাদার, আল-আমিন ওরফে মনির হোসেন, শাহজাহান সাজু, মো. আল আমিন, মোসা. মিতু ও মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে জিএমপি মেট্রোপলিটন সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে সিসি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকা, পিকাপভ্যান ও সিগারেট উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।