দীর্ঘ ১৮ বছর পর আজ চট্টগ্রামে চাঞ্চল্যকর শফিউদ্দিন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শিপন হাওলাদার (বন্দি নং ৫০৭৯/এ) ও নাইমুল ইসলাম ইমনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাত ১১টা থেকে ১২টার মধ্যে তাদের ফাঁসি কার্যকর হবে।

সোমবার (৭ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী ছিলেন শফিউদ্দিন। এছাড়াও তিনি ছিলেন স্থানীয় রেলওয়ে আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহবায়ক।

তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মদ, জুয়া ও রেলওয়ের অবৈধ সম্পদ দখলের প্রতিবাদে সোচ্চার থাকার কারণে রেলওয়ের জায়গা থেকে চার দফায় অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করতে বাধ্য হয় প্রশাসন।

এসব ঘটনার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের ৩৬/এ বাসায় ঢুকে শফিউদ্দিনকে গুলি চালিয়ে হত্যা করে ঘাতকরা।

 

 

কলমকথা/ বিথী