চট্টগ্রামে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের নতুন রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া ওই ব্যক্তি হলেন উত্তম সেন (৩৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তম সেন পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে উল্লেখিত স্বর্ণের মালিক চট্টগ্রামের হাজারী গলির ৩৪নং হাজারী লেইনের বাণিজ্য নিকেতন মার্কেটে অবস্থিত স্বর্ণের দোকান এস এন শিল্পালয়ের মালিক ও পটিয়ার বাসিন্দা সনজিত ধর। পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে।
উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার টাকা জানিয়ে ওসি বলেন, পাচারকারী উত্তম সেনকে আটকের পর মূল পাচারকারী সনজিদ ধর পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।