চট্টগ্রামে চাঁন্দগাঁও থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মাস আগে রোকসানা বেগম (৪০) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে আসামি জাহাঙ্গীরকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

চাঁন্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী থানার জুরাইনের চেয়ারম্যান বাড়ির মোড় থেকে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। ওসি বলেন, গত ১২ আগস্ট দুপুরে চাঁন্দগাও থানা এলাকার একটি বাসা থেকে রোকসানা বেগম (৪০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দীর্ঘ অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয়, স্বামী জাহাঙ্গীর মারধর করে এবং শক্ত কাপড় গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে রোকসানাকে হত্যা করে।

পরে লাশ খাটের উপর রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশের দীর্ঘ অনুসন্ধানে ঢাকায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে চাঁন্দগাঁও থানার এস আই জাকির হোসেনের নেতৃত্বে ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী হত্যা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।