অলোক মজুমদার,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের চিতলমারীতে দুই ঘাের ব্যাবসায়ীর উপর হামলার ঘটনা ঘটিছে।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।হামলায় শরৎ চন্দ্র বিশ্বাষ এবং সামসুর রহমান গাজী গুরুতরো আহত হয়েছে।
সাতক্ষীরা জেলার বাসিন্দা ঘের ব্যবসায়ী জাকির সর্দার চিতলমারীতে ২০০বিঘা জমি লিজ নিয়ে ঘের করে।মাছ ছাড়ার জন্য নিজ জেলা থেকে পিকাপে করে চিংড়ি ও সাদা মাছের পোনা খড়িযা আমতলায় নিয়ে ট্রলার যোগে ঘেরে নেবার সময় স্থানীয় খোকন মন্ডলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ মন্ডল,বাপ্পী গাইন সহ ৭-৮জন হামলা করে।গাড়ী থেকে রেনু পোনার কয়েক প্যাকেট লুট করে নিয়ে যায় বলে দাবি করে।
বাপ্পী গাইন বলে মাছ লুটের কোন ঘটনা ঘটেনি।কেস করার জন্য মিথ্যা বলছে তবে ঐ ঘটনায় আমি জড়িত নই।তর্কবিতর্ক শুনে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করেছি মাত্র।খোকন বা কমলেশ মন্ডলের সাথে যোগাযোগ করা যায়নি।
ঘের ব্যবসায়ী জাকির সর্দার বলেন মামলার প্রস্তুতি নিচ্ছি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মীর শরিফুল হক বলেন, আমতলা নামক স্থানে দুই ঘের ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে শুনেছি। থানায় মামলা হযনি হলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।