রোকন মিয়া স্টাফ রিপোর্টার (উলিপুর) প্রতিনিধি :কুড়িগ্রামের চিলমারীতে ত্রাণ,গরু-ছাগল ও ঘর দেয়ার নাম করে ৪০লাখ টাকা হাতিয়ে নেয়ার দায়ে প্রতারক চক্রের দুই জনকে গ্রেফতার করেছে চিলমারী থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রমনা ও কুষ্টারী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো রমনা মিস্ত্রিপাড়া এলাকার মো.কায়ছার আলীর ছেলে সেকেন্দার হোসেন শিপুল (২৬) ও বেলাল পানাতির ছেলে ফজলু পানাতি (৫৫)।
জানা গেছে, উপজেলার রমনা মিস্ত্রিপাড়া এলাকার মোঃ কায়ছার আলীর ছেলে সেকেন্দার হোসেন শিপুলের নেতৃত্বে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ত্রাণ, গরু-ছাগল, ঘর ও চাকুরী দেয়ার নাম করে সাধারন মানুষের নিকট হতে প্রতিটি গরুর জন্য ৫হাজার টাকা, ছাগলের জন্য ১হাজার টাকা ও ঘরের জন্য ১০হাজার টাকা হারে ৩/৪শ জনের নিকট হতে প্রায় ৪০লাখ টাকা প্রতারনা করে হাতিয়ে নেয়।
গত জানুয়ারী থেকে আরডিআরএস সংস্থার কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী, কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা পুলিশ ফাড়ি নামে অনুদান ও ত্রাণ বিতরণ করার কথা বলে একটি ফরমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফুলবাড়ী, কুড়িগ্রাম সীলমোহর ব্যবহার করে। তারা প্রাথমিকভাবে মানুষের মাঝে বিশ্বাস স্থাপনের জন্য কয়েকজন কে গরু, ছাগল, রড-সিমেন্টের তৈরী খুটি ও টিন দেয়। এক সময় প্রতারনার শিকার ভূক্তভোগীদের চাপে শিপুল গা ঢাকা দেয়। বর্তমানে শিপুল বাড়ীতে আসলে পাওনাদাররা ভীর করতে থাকে।
বৃহস্পতিবার সন্ধায় বাড়ী থেকে পালিয়ে থানাহাট কুষ্টারী এলাকায় বোনের বাড়ীতে আসলে সেখানে শতাধিক পাওনাদার বাড়ী ঘেরাও করে। এসময় চিলমারী মডেল থানায় খবর দিলে থানা পুলিশ শিপুলকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে শিপুলের দেয়া তথ্য অনুযায়ী ফজলু পানাতি নামে প্রতারক চক্রের আরও এক প্রতারককে আটক করে পুলিশ।
এদিকে পুলিশ ফজলু পানাতিকে আটক করায় ফজলু পানাতির স্ত্রী আরফিনা ও শ্যালক মুকুল মিয়া মিলে শিপুলের বাবা কায়ছার আলীকে বাড়ীতে তুলে নিয়ে ভয়-ভিতি দেখাতে থাকে। স্থানীয়রা বিষয়টি ৯৯৯এ জানালে পুলিশ তাকে উদ্ধার করে আরফিনা ও মুকুল মিয়াকে থানায় নিয়ে আসে। পরে ভূক্তভোগী মো.ওমেদ আলী বাদী হয়ে প্রতারনার মামলা করলে শুক্রবার বিকেরে সেকেন্দার হোসেন শিপুল ও ফজলুল হক পানাতিকে প্রতারনার মামলায় এবং আরফিনা ও মুকুল মিয়াকে ১৫১ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম জানান, গরু, ছাগল ও ঘর দেয়ার নামে প্রতারনা করে ৩/৪শ জনের নিকট হতে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করায় প্রতারনার মামলায় ২জনকে এবং ১৫১ ধারায় ২জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।