দিনাজপুরের বিরামপুরে ১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ খালেদা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।
আটককৃত নারী একই গ্রামের আতাউর রহমানের স্ত্রী।
ওসি সুমন কুমার জানান, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানি কাঁঠাল গ্রামের খালেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৫ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাঁজাসহ খালেদা বেগমকে আটক করা হয়।
তিনি আরো জানান, খালেদা বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।