রাজধানীর বংশাল থানায় ধরে নিয়ে আসা দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, বংশাল থানার উপ-পরিদর্শক (এস আই) হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজিব ও শফিকুল ইসলাম।
গতকাল বুধবার (২৩ মার্চ) রাত ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নজরুল নামে এক কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন জানান, গুলিস্থান ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামের দুই ছিনতাইকারীকে ধরে আনলে বংশাল থানার সামনে তসদের দু’জনকে গাড়িতে রেখে চেক করার সময় তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সবাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে রাত ১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় কনস্টেবল নজরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হলে তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।