হাফিজুর রহমান, তালতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবু কালাম চৌকিদার নামের এক ব্যক্তিকে মারধর করে কান কেটে নিয়েছে প্রতিপক্ষরা। এ সময় তার স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তালতলী থানা পুলিশ গনী নামের একজনকে আটক করেছে।
শুক্রবার(১১ মার্চ)বেলা ১১টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাসেল,গনি ও আলমগীরসহ ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী আবু কালাম কে পিছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এতে মুখের ২ টা দাঁত পড়ে যায় ও কান কেটে নেয়। এসময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা আবু কালাম ও তার স্ত্রী কে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আবু কালামের ছেলে আরিফ বলেন, আমার প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে আমাদের ঝামেলা আছেন। তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। তবে একন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, জিজ্ঞেসাবাদের জন্য গনী নামের একজনকে আটক করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।