চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে ৫০ নং ঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়লের বারান্দায় বখাটেদের আসর বসে। তারা প্রতিদিন রাতে সংঘবদ্ধ হয়ে ওই স্কুলের বারান্দায় জুয়া খেলার আয়োজন করে। এমন সংবাদ পেয়ে শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র্যাব) একটি অভিযানিক দল অভিযান পরিচালন করে।

এ সময় ৮ জনকে জুয়া খেলারত অবস্থায় ওই প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে গ্রেপ্তার করে র্যাব। রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে র্যাব-৫। গ্রেপ্তার হওয়া ৮ জন হলেন- কাজল আলী (২৪), মাহবুব আলম (২৫), জেনারুল হক (২৭) আমিরুল হক (৩০), নূরুল ইসলাম (৩০), রানাউল ইসলাম ওরফে রানা (৩০), রুহুল আমিন (৩০) ও বাবর আলী (৩১)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, ঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দাতে ৮ জন মিলে গোল হয়ে আসর বসিয়ে তাস দিয়ে টাকা বাজি রেখে জুয়া খেলছিল। এ সময় অভিযান পরিচালনা করে তাদের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে তাস, মোবাইল, মোমোরী কার্ডসহ ৩২ হাজার টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।