কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুর দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে।
এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার।
পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়।
তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।
এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’
কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।