ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চেঁচরী ইবতেদায়ী দাখিল মাদ্রাসায়, সহ সুপার এবং পিয়ন পদের দুটি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

চাকরি প্রার্থী হাসানের বাবা ইয়াকুব আলী এবং অন্যান্য চাকরি প্রার্থীর অভিভাবকরা বলেন, আমরা ২২ ডিসেম্বর ২০২২ দৈনিক জনকণ্ঠ প্রতিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম, পরীক্ষার জন্য আমাদেরকে ডাকেনি গোপনে তারা নিয়োগ দিয়েছে। শুনতে পেরেছি ৭ লক্ষ টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে মঞ্জু নামে একজনকে। আর সহ সুপার পদে তার শালাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সুপার বেলায়েত হোসেন বলেন, নিয়োগে কোন ধরনের দুর্নীতি হয়নি, যাচাইতে সহ সুপার পদে ৫ জন ও এমএলএসএস পদে ৪ জন টিকেছে, তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হয়েছে পরীক্ষায় যারা পাস করেছে তাদের চূড়ান্ত নিয়োগ দেয়া হয়েছে।